বিশেষ বুট পরে বিশ্বকাপ মাতাবেন মেসি

|

ছবি: সংগৃহীত

ঘড়ির কাটা ঘুরছে; পেরিয়েছে ৩৬ বসন্ত। বিশ্বকাপের শিরোপাটা আর ঘরে তুলতে পারেনি আলবিসেলেস্তারা। ৪ বছর ঘুরতেই আরও এক বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ দিয়ে বিশ্ব আসরে ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন লিওনেল মেসি।

বিশ্বসেরা এই তারকার শেষ বিশ্বকাপটা সোনালী রঙে রাঙাতে চায় সতীর্থ থেকে সমর্থকরাও। বিশ্বমঞ্চে শেষ আসরটায় মেসিকে সন্মান জানিয়ে বিশেষ এক ধরনের বুট তৈরি করেছে অ্যাডিডাস।

এক্স স্পিডপোর্টাল নামের বুটটি পরেই এবারে বিশ্বকাপ মাতাবে মেসি। বিশেষ এই বুটটি অন্য যেকোনো বুট থেকে বেশ আলাদা। বুটটির নাম দেয়া হয়েছে ‘দ্য অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ডকাপ স্পিডপোর্টাল’।

বুটের একপাশে আছে অ্যাডিডাসের তিন স্ট্রাইপ, আর্জেন্টিনার পতাকার সাথে আরেক পাশে আঁকা হয়েছে সাদা ও নীল স্ট্রাইপ।

২০০৬ বিশ্বকাপে সোনালি রঙের বুট পড়ে খেলেছিলেন জিনেদিন জিদান। এবার মেসির পায়েও জড়ানো থাকবে সেই সোনালী জুতো। গোল্ডেন বুট পায়ে মেসি কি পারবেন সোনালী শিরোপা উচিয়ে ধরতে? নাকি আবারও দেখা মিলবে আর্জেন্টাইনদের হৃদয় ভাঙার গল্প।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply