প্রথম দুই ম্যাচের জন্য বেঞ্চে লুকাকু

|

ছবি: সংগৃহীত

ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও রবার্তো মার্টিনেজের বেলজিয়াম স্কোয়াডে আছেন ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলু লুকাকু। তবে বিশ্বকাপে বেলজিয়ামের প্রথম দুই ম্যাচে বেঞ্চেই থাকতে হবে এই ফরোয়ার্ডকে। গ্রুপ এফ’এ বেলজিয়ামের শেষ ম্যাচটি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তার আগে দুইটা ম্যাচের জন্য ফিট নন লুকাকু; এমনটি জানিয়েছে এএফপি।

হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগতে থাকা পর লুকাকু এখনও কাতারে পৌঁছানোর পর বেলজিয়ামের অনুশীলনে যোগ দেননি। ১০২ ম্যাচে ৬৮ গোল করা লুকাকু বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চলতি মৌসুমে ইন্টারের জার্সিতে মাত্র ৫ বার একাদশের শুরুতে থাকা এই ফরোয়ার্ড যে শতভাগ ফিট নন, সেটা স্বীকার করেছেন রবার্তো মার্টিনেজও। তবে চেলসি থেকে ইন্টারে ধারে খেলতে যাওয়া লুকাকুর উপরই আস্থা রাখছেন কোচ।

তবে, লুকাকুর জায়গায় প্রথম একাদশে কে থাকবেন, তা ঠিক করা নিয়ে হয়তো ভাবতে হবে মার্টিনেজকে। মিসরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি ফেনারবাচ ফরোয়ার্ড মিচি বাতশুয়াইকে নামিয়েছিলেন। ১-২ গোলে হেরে যাওয়া সেই ম্যাচে বাতশুয়াইর বদলি হিসেবে নেমে লেনস ফরোয়ার্ড লয়স ওপেন্ডা করেছিলেন একমাত্র গোল।

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের মাসকট লা’ইব

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply