বিশ্বকাপ থেকে বাদ পড়ে বেনজেমার আবেগঘন টুইট

|

ছবি: সংগৃহীত

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন করিম বেনজেমা। শনিবার (১৯ নভেম্বর) দোহায় অনুশীলনে নেমেছিলেন করিম বেনজেমা। এ সময় বাঁ পায়ের উরুতে পুরনো চোট জেগে ওঠে তার। তখনই শঙ্কা দেখা দেয়। পরে এমআরআইয়ে জানা যায়, এ আঘাত সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে।

ইনজুরিতে ছিটকে গেলেও মনোবল শক্ত রয়েছে ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক আবেগপূর্ণ বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।

টুইটারে এক বার্তায় তিনি লিখেছেন, জীবনে আমি কখনোই হাল ছাড়িনি, কিন্তু আমাকে দল নিয়ে ভাবতে হবে। ইনজুরির কারণে আমাকে আমার জায়গা এমন কাউকে ছেড়ে দিতে হবে, যে আমাদের দলকে একটি ভালো বিশ্বকাপ দলে পরিণত করতে সাহায্য করবে।

পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বে ইনজুরিতে পড়লে বাধ্য হয়ে তাদের ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশমস। এরপর দল ঘোষণার পর চোটে ছিটকে যান লাইপজিগ স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু। এমনিতেই বিশ্বকাপে আসার আগেই দুশ্চিন্তায় ছিলেন দেশম। তারমধ্যে করিম বেনজেমার এই নতুন ইনজুরি রীতিমত শঙ্কায় ফেলে দিয়েছে তাকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply