বিশ্বকাপে ইকুয়েডরের সর্বোচ্চ গোলদাতা এখন ভ্যালেন্সিয়া

|

বিশ্বকাপে ইকুয়েডরের সর্বোচ্চ গোলদাতা এখন এনার ভ্যালেন্সিয়া।

স্বাগতিক কাতারকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে ইকুয়েডর। এ ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। আর, এ দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে ইকুয়েডরের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এ সমস্ত গোল তিনি পেয়েছেন ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে।

রোববার (২০ নভেম্বর) আল বায়াত স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে এ রেকর্ড গড়েন এনার ভ্যালেন্সিয়া। কাতারের বিপক্ষে পাওয়া গোল দুটিসহ বিশ্বকাপে তার মোট গোল এখন ৫টি।

২০১৪ ও ২০২২ বিশ্বকাপে করা পাঁচ গোলের সুবাদে বিশ্বকাপে ভ্যালেন্সিয়া এখন লা ট্রি’দের মধ্যে সর্বোচ্চ গোল স্কোরার। ভ্যালেন্সিয়া এ পর্যন্ত ৭৫টি আন্তর্জাতিক ম্যাচে ৩৭টি গোল করেছেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চার বার বিশ্বকাপ খেলা ইকুয়েডর এ পর্যন্ত গোল দিয়েছে মোটে ১২টি; যার ৫টিই ভ্যালেন্সিয়ার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply