সু চি সরকারকে চাপ দেবে নিরাপত্তা পরিষদ

|

মিয়ানমারের রাখাইনে অবিলম্বে সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ানো ও তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে সু চি সরকারকে তাগিদ দেবে নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে নেয়া হয়েছে এসব সিদ্ধান্ত।

কাল অনুষ্ঠিত হতে যাওয়া নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বৈঠকে এসব সিদ্ধান্ত জানানো হবে। এ তথ্য দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ সহকারী প্রতিনিধি জোনাথন অ্যালেন। রুদ্ধদ্বার বৈঠকে, রাখাইনের সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানায় ফ্রান্স। বৃহস্পতিবারের বৈঠকে চীনও নিজেদের অবস্থান স্পষ্ট করবে। উন্মুক্ত বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্য ছাড়াও অন্যান্য দেশ অংশ নিতে পারবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিও থাকবেন সেখানে। রোহিঙ্গা নির্যাতন ইস্যু নিয়ে পরিষদের ৩ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং ৪ অস্থায়ী সদস্য দেশ এই বৈঠক আহ্বান করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply