কাতার বিশ্বকাপে প্রতিদিন ২৫০ টন খাদ্যপণ্য রফতানি ইরানের

|

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ-২০২২ উপলক্ষে আয়োজক দেশ কাতারে প্রতিদিন ২৫০ টন খাদ্যপণ্য রফতানি করছে ইরান। দেশটির বাণিজ্য উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর তেহরান টাইমসের।

খবরে বলা হয়েছে, ইতোমধ্যে কয়েকটি কার্গো বিমান খাদ্যপণ্য নিয়ে কাতারে পৌঁছেছে। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সে চুক্তির আওতায় এসব খাদ্যপণ্য কাতারে পাঠানো হচ্ছে।

কাতার বাণিজ্য উন্নয়ন সংস্থার শীর্ষ কর্মকর্তা আলী রেজা পেইমান জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য উন্নয়ন ঘটানো ইরানের বর্তমান সরকারের বিশেষ অগ্রাধিকার। তার অংশ হিসেবে দোহা-তেহরান চুক্তির আওতায় এই খাদ্যপণ্য পাঠানো হয়েছে।

ভৌগোলিকভাবে কাতার ইরানের দক্ষিণ দিকে অবস্থিত। পারস্য উপসাগর পাড়ি দিয়ে জলপথে সহজে কাতার যাওয়া যায়। দেশটিতে পণ্য রফতানির ক্ষেত্রে ইরানের ব্যবসায়ীদের জন্য দোহা খুব সামান্য শুল্ক আরোপ করে থাকে।

প্রসঙ্গত, ২২তম ফিফা বিশ্বকাপ গত রোববার (২০ নভেম্বর) শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়ে ২ গোলে হেরে যায় স্বাগতিক কাতার।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply