‘চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে’

|

চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে হবে। সেভাবেই নতুন প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২১ নভেম্বর) সকালে ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরামের সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, মন্দা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলছে ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরামের সম্মেলন। এতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বিজনেস সামিটে চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় চলমান বিশ্ব মন্দা মোকাবেলায় করণীয় দিকগুলো নিয়েও আলোচনা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply