করোনায় ছয় মাসে চীনে প্রথম মৃত্যু

|

গত ছয় মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যু দেখলো চীন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে সোমবার (২১ নভেম্বর)। একই সাথে ক্রমাগত দেশটিতে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন। খবর সিএনএন এর।

জানা গেছে, শনিবার (১৯ নভেম্বর) রাজধানী বেইজিংয়ে ৮৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর রোববার আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে রোববার চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৮২৪। চীনে সর্বশেষ করোনায় মৃত্যু হয়েছিল গত ২৬ মে।

করোনা সংক্রমণ রোধে চীনা সরকারের কঠোর জিরো কোভিড নীতির কারণে দেশটিতে ভাইরাসের বাড়বাড়ন্ত বেশ কম। দেশটিতে করোনা সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসায় চলতি মাসেই বিধি-নিষেধ কিছুটা শিথিল করা হয়। এরপর থেকেই ধীরে ধীরে বাড়ছে সংক্রমণের সংখ্যা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply