ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৫৬

|

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত স্থাপনা। ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬। এ ঘটনায় অন্তত ৭০০ জন আহত হয়েছেন, বিধ্বস্ত হয়েছে অন্তত ৩০০ স্থাপনা। খবর বিবিসির।

সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিটের দিকে পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিয়ানজুর শহরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। বড় ধরনের কম্পন অনুভূত হলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে প্রায়ই। শুধু ইন্দোনেশিয়া নয়, জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় সব দেশই এ কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply