হার দিয়ে ছয়বার বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

এবারই প্রথম নয়, এর আগে আরও ৫ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। এরমধ্যে ১৯৯০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেও ফাইনালে পৌঁছেছিল আলবিসেলেস্তেরা।

তবে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারকে আর্জেন্টিনার সর্বকালের সেরা অঘটনা বলা হচ্ছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেসিদের ২-১ গোলে হারিয়ে সৌদি আরব আকাশে ভাসছে। অন্যদিকে, আর্জেন্টিনার ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের অবসান ঘটলো।

প্রথম ফুটবল বিশ্বকাপের রানার্সআপ হিসেবে ১৯৩৪ বিশ্বকাপে খেলতে আসে আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সুইডেনের কাছে হারে ৩-২ গোলে। এরপর ১৯৫৮ সালেও প্রথম ম্যাচেই পশ্চিম জার্মানির কাছে ৩-১ গোলে হারে দলটি। তারপর ১৯৭৪ বিশ্বকাপে প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে ৩-২ গোলে, ১৯৮২ বিশ্বকাপে তারা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলের ব্যবধানে হারে।

এরপর আসে ১৯৯০ বিশ্বকাপ। প্রথম ম্যাচেই আগেরবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি আফ্রিকার দেশ ক্যামেরুন। আর্জেন্টিনার নেতৃত্বে কিংবদন্তি ম্যারাডোনা। সেবারের আর্জেন্টিনা ১৯৮৬ সালের মতো শক্তিশালী না হলেও সব দিক থেকেই ক্যমেরুনের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল। ইতালির সান সিরো স্টেডিয়ামে প্রথমার্ধ দাপটের সঙ্গেই খেলে আর্জেন্টিনা। কিন্তু গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের অর্ধেক সময় না পেরোতেই ঘটে অঘটন। গোল করে বসে ক্যামেরুন। ম্যাচের ৬৭ মিনিটে ওমাম-বাইয়ুকের গোলে ম্যাচে লিড নেয় ক্যামেরুন। এরপর বাকি সময়ে কোনো গোল না হলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু হয় আলবিসেলেস্তেদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply