আর্জেন্টিনার বিপক্ষে জয়ে সৌদি আরবে একদিনের সরকারি ছুটি ঘোষণা

|

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে সৌদি আরব। আর এই ঐতিহাসিক জয়ে একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার। খবর খালিজ টাইমস’র।

প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ফলে বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্যও এই ছুটি দেয়া হয়েছে।

দোহার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের সৌদি আরব শিরোপার অন্যতম দাবিদার ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায়।

বিশ্বকাপ জয়ের পর সরকারি ছুটির ঘোষণা এই প্রথম নয়। ১৯৯০ এর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ক্যামেরুনের দুর্দান্ত জয়ের পরেও ক্যামেরুনে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply