পেনাল্টি পেয়েও ম্যাচ জিততে পারলো না পোল্যান্ড

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে মেক্সিকো গোলরক্ষক গুইলেরমো ওচোয়া বরাবরই হয়ে ওঠেন চীনের প্রাচীরের মতো। এবারও সে প্রাচীর ভাঙতে ব্যর্থ পোল্যান্ড খেলোয়াড়েরা। লেভানদোভস্কির পেনাল্টি ফিরিয়ে ওচোয়ার চীনের প্রাচীর অক্ষত রাখতে সক্ষম হয়। তার বীরত্বে পোলিশদের পূর্ণ ম্যাচে বেধে রাখে মেক্সিকো। ডেনমার্ক-তিউনিশিয়া ম্যাচের পর মেক্সিকো-পোল্যান্ড ম্যাচও ড্র হয়।

কাতারের রাস আবু আবুউদ স্টেডিয়ামে মাঠে শুরু থেকেই রক্ষণাত্মকভাবে চলে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচ। মেক্সিকো আক্রমণের পর আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। অন্যদিকে পোল্যান্ড ছিল সাদামাটা। পেনাল্টির সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লেভানদোভস্কি। পুরো ম্যাচে ১৫টি শট নেয় মেক্সিকো। অন্যদিকে পোল্যান্ড নিতে পারে ৮টি।

ম্যাচের শুরুতে পোল্যান্ড ঝলক দেখালেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেক্সিকোর ধার বাড়তে থাকে। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। প্রথমার্ধে ৬টি শট নিয়েছিল মেক্সিকো। ১টিও লক্ষ্যভেদ হয়নি কারণ, পোল্যান্ড গোলরক্ষক সাজনির বাধা ডিঙ্গাতে পারেনি মেক্সিকো। অন্যদিকে পোল্যান্ড মাত্র ১টি শট নেয়। ম্যাচের ৬৩ শতাংশ বল ছিল মেক্সিকানদের পায়ে। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধাঁজ বাড়িয়ে মুহূর্মুহু সুযোগ তৈরি করে মেক্সিকো তবে গোলের দেখা পায়নি মেক্সিকো। ম্যাচের ৫৭ মিনিটে সুযোগ হাতছাড়া হয় পোল্যান্ডের। ৫৪ মিনিটে হেক্টর মোরেনো লেভানদোভস্কির শার্ট টেনে ধরেন। তাতেই কাল হয়ে দাঁড়ায় মেক্সিকোর। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় (ভার) পেনাল্টি পায় পোল্যান্ড। কিন্তু বিশ্বের তারকা স্ট্রাইকার লেভানদোভস্কি মিস করে বসেন। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু শট রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। 

এরপরে আর কোনো গোল না হওয়ায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ম্যাচ সেরা ভমেক্সিকো গোলরক্ষক ওচোয়া।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply