তুরস্কে ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ২৪

|

তুরস্কে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৪ জন। রোববারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, গ্রিস সীমান্ত থেকে ৩৬৮ আরোহী নিয়ে ইস্তাম্বুলের উদ্দেশে যাচ্ছিলো ট্রেনটি।

পথে তেকিরদাগ প্রদেশের একটি সেতুর ভাঙ্গা জায়গায় এসে লাইনচ্যুত হয় ট্রেনের ৫টি বগি। স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে সেতুর এ অংশটি। এখনো দুর্ঘটনাস্থলে জরুরি স্বেচ্ছাসেবী দলের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী।

হেলিকপ্টার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরিয়ে নেয়া হচ্ছে গুরুতর আহতদের। চিকিৎসকরা বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের সহায়তায় জরুরি রক্তদান কর্মসূচির আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply