আজ শপথ নিচ্ছেন এরদোগান, ঘোষণা করবেন মন্ত্রিসভাও

|

অাজ সোমবার তুরস্কের প্রথম নির্বাহী ক্ষমতাসম্পন্ন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবে দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা রজব তাইয়্যেব এরদোগান। যদিও বর্তমানেও তিনি প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদ শেষ করছেন। তবে এই প্রথম মেয়াদটি সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতির অধীনে হওয়ার কারণে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের হাতে নির্বাহী ক্ষমতা ছিলো না।

তুর্কি জাতীয় সংসদে আজ তার শপথ অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে দেশটিতে আনুষ্ঠানিকভাবে পরিপূর্ণ প্রেসিডেনশিয়াল ব্যবস্থা চালু হবে। গত ২৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন এরদোগান।

গত শনিবার এরদোগান জানান, শপথ নেয়ার পর রাতেই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন তিনি। আগামী শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসবে বলেও তিনি ঘোষণা করেছেন।

প্রেসিডেন্টের হাতে পূর্ণ নির্বাহী ক্ষমতা থাকার বিষয়ে উদ্বেগে রয়েছে দেশটির বিরোধী দলগুলোর মধ্যে। তারা অভিযোগ, নিরঙ্কুশ নির্বাহী ক্ষমতার অধিকারী হওয়ায় এরদোগান ক্রমেই স্বৈরশাসকে পরিণত হতে পারেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply