বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে কখনো হারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য এই ইতিহাস শক্তির বড় কারণ হতে পারে। তবে মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে যারা এগিয়ে থাকবে তারাই জিতবে। সেক্ষেত্রে পরিসংখ্যান কাজে আসে না।
শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় সেই লুসাইল স্টেডিয়ামে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদেন মুখোমুখি হবে মেক্সিকো। চারদিন আগে এখানেই সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সবগুলোতেই জয়ের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।
১৯৩০ সালের বিশ্বকাপে মুখোমুখি হয় আর্জেন্টিনা-মেক্সিকো। সেবার আর্জেন্টিনা মেক্সিকোকে হারিয়েছিল ৬-৩ গোলে। আর্জেন্টাইন স্ট্রাইকার স্ট্যাবিল গুইলির্মো করেছিলেন হ্যাটট্রিক গোল। আর্জেন্টিনা খেলেছিল ফাইনালেও। তবে প্রথমবার ফাইনাল খেলে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারেনি।
এরপরে বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হতে দুদলকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ৭৬ বছর। ২০০৬ সালের সেই বিশ্বকাপেও মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা। যদিও প্রথম থেকে শেষ পর্যন্ত আর্জেন্টিনা-মেক্সিকো ১-১ গোলে সমতায় ছিল। কিন্তু সে দিন ৯৮ মিনিটে ম্যাক্সি রদ্রিগেজের গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
তৃতীয়বারের মতো আর্জেন্টিনা-মেক্সিকো মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে ২০১০ সালের বিশ্বকাপে। শেষ ষোলোয় সেবার মেক্সিকোকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
/এনএএস
Leave a reply