জাতীয় পার্টির বিভেদ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে: রওশন এরশাদ

|

বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। ফাইল ছবি।

জাতীয় পার্টিতে যে বিভেদ রযেছে, তা সবার সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে হবে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হযে এ কথা বলেন তিনি। বলেন, ভুল বুঝাবুঝি মেটাতে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান রওশন এরশাদ।

এ সময় আগামী নির্বাচন প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে কোনো জোটের সাথে যাবে কিনা তা সময়ই বলে দিবে। দীর্ঘ ৫ মাস পর দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ঝড়ো হন নেতাকর্মীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply