৫০০ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য এবং মোবাইল নাম্বার অজ্ঞাত একজন বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। সাইবার নিউজের একটি তদন্ত কমিটি এই তথ্য জানিয়েছে।
১৬ নভেম্বর এক হুমকিদাতা একটি পরিচিত হ্যাকিং কমিউনিটি ফোরামে একটি পোস্ট করে দাবি করেছেন, ৪৮৭ মিলিয়ন মানুষের ২০২২ সালের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তথ্য বিক্রি করবেন। মোট ৮৪টি দেশের ব্যবহারকারীর তথ্য তাদের কাছে আছে এবং এর মধ্যে যুক্তরাষ্ট্রেরই ৩২ মিলিয়ন ব্যবহারকারী আছে।
এই তালিকায় আছে মিসরের (৪৫ মিলিয়ন), ইতালির (৩৫ মিলিয়ন), সৌদি আরবের (২৯ মিলিয়ন), ফ্রান্সের (২০ মিলিয়ন), এবং তুরস্কের (২০ মিলিয়ন)।
বিক্রির জন্য যে ডাটাবেজ প্রকাশ করা হয়েছে সেখানে, রাশিয়ার প্রায় ১০ মিলিয়ন এবং যুক্তরাজ্যের প্রায় ১১ মিলিয়ন নাগরিকের তথ্য আছে বলেও জানা যায়।
হুমকিদাতা সাইবার নিউজকে বলেন, মার্কিনীদের তথ্য ৭ হাজার ডলার, যুক্তরাজ্যের তথ্য ২ হাজার ৫০০ ডলার এবং জার্মানির তথ্য ২ হাজার ডলারে বিক্রি করছেন।
/এনএএস
Leave a reply