অঘটনের বিশ্বকাপে নতুন শিকার বেলজিয়াম। মরোক্কোর কাছে হারের পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। জানিয়েছে ব্রাসেলস পুলিশ। খবর ডয়চে ভেলের।
প্রতিবেদনটিতে জানানো হয়, মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামের সমর্থকেরা ব্রাসেলসের রাস্তা ভাঙচুর, অগ্নিসংযোগ করে। দোকানপাট ও গাড়ি ভাঙচুরের সাথে অগ্নিসংযোগও করা হয়। দাঙ্গবাজদের নিয়ন্ত্রণে ব্রাসেলস পুলিশ কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়। দাঙ্গা থামাতে প্রয়োগ করা হয় কাঁদানে গ্যাস কয়েক ডজন দাঙ্গাবাজ বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করেছে।
ব্রাসেলস পুলিশের মুখপাত্র ভ্যান ডে ক্যারে জানিয়েছেন, দাঙ্গায় একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া শহরের মেয়র ফিলিপ ক্লোজ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে টুইট করে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, বেলজিয়ামের সর্বোচ্চ বসতির শহর অ্যান্টওয়ার্মেও দাঙ্গার খবর এসেছে ইউরোপের গণমাধ্যমে।
আরও পড়ুন: বেলজিয়ামকে হারিয়ে মরক্কোর ‘ইতিহাস’
/এম ই
Leave a reply