মোরাতার গোলে এগিয়ে স্পেন

|

ছবি: সংগৃহীত

প্রথমার্ধে দুর্দান্ত খেলে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে জর্ডি আলবার দুর্দান্ত ক্রস থেকে ট্যাপ ইনে স্প্যানিশদের এগিয়ে দেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা আলভারো। বাঁচা-মরার লড়াইয়ে পিছিয়ে পড়লো জার্মানি।

এর আগে, কাতারের আল-খোরের আল বাইত স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে ফেভারিট স্পেনের মুখোমুখি হয় জার্মানি। টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই হ্যান্সি ফ্লিকদের সামনে। এমন সমীকরণের ম্যাচে স্প্যানিশদের সামনে পাত্তাই পাচ্ছে না জার্মানি। প্রথমার্ধে গোলশূন্য ড্র রাখলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়লো জার্মানরা।

ম্যাচে ৭ মিনিটেই স্প্যানিশ ফরোয়ার্ড ড্যানি ওলমোর শটে বার কেঁপে উঠে জার্মানদের। ভাগ্যের সহায়তায় বল গোলপোস্টে লেগে ফিরে আসে। বল নিয়ন্ত্রণে রেখে মুহুর্মুহু আক্রমণ চালায় লুইস এনরিকের শিষ্যরা। প্রথমার্ধে ৬৬ শতাংশ বল দখলে রেখেছে স্প্যানিশরা।

আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্পেন। ম্যাচে ৭টি কর্নার সহ স্প্যানিশরা অন টার্গেট রেখেছে ৪ টি। জবাবে জার্মানরা কোন অন টার্গেট শট নিতে পারেনি। এরফলে, গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বজায় রেখে খেলতে থাকে স্পেন। ম্যাচের ৫৪ মিনিটে ফেরান তোরেসের বদলি হিসেবে মাঠে নামেন আলভারো মোরাতা। ৬১ মিনিটে জর্ডি আলবার দুর্দান্ত ক্রস থেকে পা ছুঁইয়ে স্প্যানিশদের এগিয়ে দেন মোরাতা।

/আরএইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply