সোমালিয়ায় জঙ্গিদের কব্জায় রাজধানী মোগাদিসুর একটি পাঁচ তারকা হোটেল। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন দেশটির পরিবেশ মন্ত্রী আদম ও’হিরসি এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মোহামেদ আহমেদ।
প্রেসিডেন্ট প্যালেসের খুব কাছেই ‘ভিলা রোজ’ হোটেল। সেখানে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। থাকেন বিদেশি কূটনীতিক বা অতিথিরা। রোববার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকালে হোটেলে হামলার তথ্য জানায় জঙ্গি সংগঠন আল শাবাব। জিম্মি করে কর্মকর্তা-কর্মচারীদের। সেসময় চলছিলো সরকারের গুরুত্বপূর্ণ একটি বৈঠক। গোলাগুলিতে আহত হয়েছেন দুই মন্ত্রী। তাদের হোটেল থেকে বের করে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। তবে এখনো কাটেনি জিম্মিদশা।
গেলো আগস্টেই মোগাদিসুর অপর হোটেলে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে আল-শাবাব জঙ্গিরা। সোমালিয়ায় ১৫ বছর ধরে সক্রিয় জঙ্গি সংগঠনটি।
এটিএম/
Leave a reply