ভিডিও বার্তায় ইরানের সরকারকে নিপীড়ক আখ্যা দিয়ে গ্রেফতার খামেনির ভাতিজি

|

সরকারকে নিপীড়ক আখ্যা দিয়ে ইরানের সাথে পুরো বিশ্বকে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির ভাতিজি ফারিদা মোরাদখানি। শুক্রবার (২৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।

ভিডিও’তে ভাতিজি ফারিদা মোরাদখানি বলেন, ইরানে যে শাসন ব্যবস্থা চলছে তা কোনো ধর্মীয় নীতি কিংবা আদর্শের প্রতি অনুগত নয়। এই সরকার শক্তিপ্রয়োগ করে ক্ষমতা টিকিয়ে রেখেছে। হরণ করা হচ্ছে মানুষের অধিকার এবং স্বাধীনতা। এজন্য বিশ্বকে বলবো এই সরকার ও শাসনব্যবস্থাকে সমর্থন করা বন্ধ করুন।

এ ঘটনার পরপরই তাকে গ্রেফতার করা হয়। ফারিদা মোরাদখানি আয়াতুল্লা আলী খামেনির ভাই বাদরি খামেনির মেয়ে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply