নিখোঁজের ২২ দিন পর নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

|

নিখোঁজের ২২ দিন পর স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের লাশ নারায়ণগঞ্জের আমলাপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

গত রাতে ওই এলাকার বাসিন্দা রাশেদুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রবীর ঘোষ নিখোঁজ মামলায় সোমবার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু সরকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।

তাদের দেয়া তথ্য অনুযায়ী নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধারে অভিযান চালানো হয়। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই এই হত্যা বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

গত ১৮ জুন কালিবাজার এলাকা থেকে নিখোঁজ হন ব্যবসায়ী প্রবীর ঘোষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply