সৌদি থেকে দেশে ফিরলেন আরো ৪২ নারী শ্রমিক

|

নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে আসলেন আরো ৪২ জন নারী শ্রমিক। সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন। ফ্লাইটটি বিকাল ৪টা ৩০ মিনিটে এসে পৌঁছানোর কথা থাকলেও পৌঁছাতে বিলম্ব হয়।

নারী শ্রমিক পারু বেগম জানান, ৮ মাস আগে স্বচ্ছলভাবে জীবনযাপনের আশায় সৌদিতে পাড়ি জমান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করতেন। গৃহকর্তার মন যুগিয়ে চলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে দেশে ফিরে এসেছেন। কারণ সামান্য ভুলেই নেমে আসতো অসহ্য নির্যাতন। এরপরও ঠিক মতো বেতন দিতো না মালিকপক্ষ। বেতন চাইতে গিয়ে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছেন বলে জানান এই নারী।

পরে গৃহকর্তা কফিলের বাড়ি থেকে পালিয়ে দূতাবাসে আশ্রয় নেন পারু বেগম। সেখানে থেকে দেশে ফিরেছেন। প্রায় ৭ মাস কাজ করেও কোনো বেতন সাথে আনতে পারেননি তিনি। একই ভাবে নানা নির্যাতনের শিকার হয়ে প্রতি সপ্তাহে দেশে ফিরছেন সৌদি আরবে গৃহকর্মীর কাজে যাওয়া নারীরা।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply