অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সচিব

|

সব প্রস্তুতি সম্পন্ন করে অক্টোবরের শেষে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহম্মেদ। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সভা শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

এ সময় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইসি সচিব বলেন, বরিশালে ১০টি কেন্দ্রে, রাজশাহী ও সিলেটে ২টি করে কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, কক্সবাজার পৌরসভা নির্বাচনেও ৩টি ইভিএম ব্যবহার করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন হেলালুদ্দিন আহম্মেদ।

যমুনা অনলাইন: এফএম/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply