বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

|

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়ে এখন ৯৯তম অবস্থানে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনেমিক ফোরামের  বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থানে রয়েছে।

পাশাপাশি বাংলাদেশে ব্যবসার পরিবেশ বিষয়ক পৃথক প্রতিবেদনও তুলে ধরছে ওয়ার্ল্ড ইকোনেমিক ফোরাম। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্নীতিই প্রধান সমস্যা। এছাড়া অবকাঠামো সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, দক্ষ জনবলের অভাবে ব্যবসা-বাণিজ্য উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে, বাংলাদেশের স্কোর ৩ দশমিক ৯১। এই সূচক পর্যালোচনায় অর্থনৈতিক অগ্রগতি, প্রবৃদ্ধি, টেকসই উন্নয়নসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তেমন অগ্রগতি হয়নি। এমনকি মেধাবীদের স্থানীয় শ্রমবাজারে ধরে রাখার পর্যাপ্ত উদ্যোগ নেই।

প্রতিবেদনের তথ্যমতে, সূচকে বরাবরের মতোই শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সূচকে অবনমন হয়েছে ভারতের। গত বার ৩৯-তম অবস্থানে  থাকলেও এবার এক ধাপ পিছিয়ে গেছে দেশটি। সূচকের তলানিতে আছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন।

যমুনা অনলাইন: এমএম/টিএফ

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply