হাজীদের সুবিধার্থে জেদ্দায় ৪০ লক্ষ টাকায় প্লাজা ভাড়া করেছি: প্রধানমন্ত্রী

|

সরকার হাজীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম ২০১৮ এর শুভ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, হাজীদের সুবিধার জন্য জেদ্দায় ৪০ লক্ষ টাকায় একটি প্লাজা ভাড়া করেছি। এ কারণে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সর্বক্ষেত্রে প্রশংসা অর্জন করেছে।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে যারা হজ করতে যান বা যাচ্ছেন তাদের সবার বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখেই সরকার কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সরকার কাজ করছে। এসময় প্রধানমন্ত্রী দেশ ও দেশের জনসাধারণের জন্যও দোয়া চান হাজীদের কাছে।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply