আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ, ইনজুরিতে পাপু গোমেজ

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু থেকেই চোটে আছেন আর্জেন্টিনার অনেক খেলোয়ার। বিশ্বকাপের মাঝ পথে এসে ইনজুরির শিকার হন আরেক আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। এবার আলেহান্দ্রো পাপু গোমেজও দিলেন দুঃসংবাদ। অ্যাঙ্কেলের চোটে আক্রান্ত হয়েছেন তিনি। খবর মুন্ডো আলবিসেলেস্তের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গিয়ে মাঠে চোট পান পাপু গোমেজ। তবে এই চোট নিয়ে এখনও কিছু জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এর আগে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেস।

টুইট করে পাপু গোমেজ বলেন, অ্যাঙ্কেল মচকে গেছে আমার। তার বেশিদূর দৌড়ে যেতে পারছিলাম না। আমার চেয়ে ভালো খেলতে পারবে, এমন কাউকে নামাতে বলছিলাম আমি। গোরালি মচকে গেছে। সেরে ওঠার জন্য হাতে সময় আছে। এরমধ্যেই সব ঠিক হয়ে যাবে বলে আশা করছি।

আরও পড়ুন: আর্জেন্টিনার বিপক্ষে ভুল করে ট্রলের শিকার ম্যাট রায়ান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply