দেশে করোনার দ্বিতীয় বুস্টার ডোজ প্রদানের জন্য অনুমোদন

|

দ্বিতীয় বুস্টার বা করোনার চতুর্থ টিকা দেয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, যাদের বয়স ৬০ বছরের বেশি তারা এই টিকা পাবেন।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও জানিয়েছেন, যেকোনো কেন্দ্রে গিয়ে দ্বিতীয় বুস্টার ডোজ নেয়া যাবে। সারাদেশে ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রম। ৭ দিনের বিশেষ এ ক্যাম্পেইনে ৯০ লাখ ডোজ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত প্রথম ডোজ ১৪ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ১৩ কোটি এবং ৬ কোটি বুস্টার ডোজ দেয়া হয়েছে। এর আগে সু্ইস ও নেপালি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন স্বাস্থ্যমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply