স্লো ওভার রেটের কারণে ভারতকে জরিমানা

|

ছবি: সংগৃহীত

স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতকে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নেয়ায় জরিমানার মুখে পড়েছে ভারত।

এমনিতেই প্রথম ম্যাচ জয়ের কাছে গিয়েও হেরে বসেছে ভারত। সেই হতাশার সাথে এবার যোগ হলো ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা। নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভারের কোটা পূরণ করতে পারেনি ভারত। ৪ ওভার পিছিয়ে ছিল রোহিত শর্মার দল। আইসিসির প্লেয়ার কোড অব কন্ডাক্টের ২ এর ২২ ধারা অনুযায়ী, ওভারপ্রতি ২০ শতাংশ করে ম্যাচ ফি কাটা হবে। ভারত ৪ ওভার পিছিয়ে থাকায় ৮০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকা রঞ্জন মাদুগালে বিষয়টি শনাক্ত করেন। অবশ্য নিজেদের ভুল মেনে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আইসিসির এলিট প্যানেলের রেফারি রঞ্জন মাদুগালে তাই কোনো আনুষ্ঠানিক শুনানি ছাড়াই জরিমানা করেন তাদের।

আরও পড়ুন: মিরাজের ব্যাটে প্রাণ পেলো ক্রিকেটের অনিশ্চয়তার গৌরব  

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply