করোনা আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। এর আগে চলতি বছরের শুরু দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন আলবেনিজ। এ নিয়ে দ্বিতীয়বার করোনা পজেটিভ হলেন এই লেবার পার্টি নেতা। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন আলবেনিজ, বাড়ি থেকেই সব কার্যক্রম দেখাশোনা করছেন। খবর এনডিটিভির।
সোমবার (৫ ডিসেম্বর) এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে আলবেনিজ বলেন, প্রতিবেশী ও নিজের পরিবারের সুরক্ষার জন্য আমি অসুস্থ যে কাউকেই করোনা টেস্ট করা এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য উৎসাহিত করছি।
এদিকে, ১২-১৩ ডিসেম্বরে পাপুয়া নিউ গিনিতে দুই দিনের সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে করোনা পজেটিভ হওয়ায় এই সফর তাকে বাতিল করতে হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে করোনা আক্রান্ত হওয়ায় বেশ কিছু নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেননি আলবেনিজ। তবে সেই নির্বাচনে তার দল লেবার পার্টিই জয় লাভ করে।
এসজেড/
Leave a reply