দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামছেন নেইমার; এখনও পর্যন্ত সে সম্ভাবনাই বেশি। ব্রাজিলিয়ান এই সুপারস্টার যে ফুরফুরে মেজাজে আছেন, সেটার প্রমাণও মিলেছে। দোহায় নিজের পরিচিত এক নরসুন্দরের সাথে ছবি পোস্ট করেছেন তিনি। চুলের নতুন রঙের সাথে হাস্যোজ্জ্বল নেইমারকে দেখে সহজেই মনে হতে পারে, মাঠে ফেরা রাঙানোর জন্য ভালোভাবেই প্রস্তুত এই ‘নাম্বার টেন’।
সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচেই অ্যাঙ্কলের ইনজুরিতে পড়েন নেইমার। এ কারণে তিনি মিস করেছেন সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গের ম্যাচ। তবে আশা করা যাচ্ছে, আজ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরবেন তিনি।
এর আগে, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্লন্ড চুল নিয়ে দুই গোল করেছিলেন নেইমার। সে কারণেই হয়তো ম্যাচের আগে নিজের উপর থেকে চাপ কিছুটা হলেও কমানোর জন্য নিজের নরসুন্দর নারিকোর শরণাপন্ন হন তিনি। নেইমারের চুল প্রথমে ট্রিম করেন নারিকো। তারপর ব্লন্ড করে নেইমারের সাথে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে ক্যাপশনে লেখেন, ফিরে আসার ক্ষণে নতুন লুক। তোমার জন্য শুভকামনা।
আরও পড়ুন: বিশ্বকাপে মেসির চোখে যে ৪ দল ফেভারিট
/এম ই
Leave a reply