‘৪০ হাজার মুসল্লির হজযাত্রা অনিশ্চিয়তায় পড়তে পারে’

|

ভিসা জটিলতা দ্রুত নিরসন করতে না পারলে এ বছর ৪০ হাজার মুসল্লির হজযাত্রা অনিশ্চিয়তায় পড়তে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

সকালে উত্তরার আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। জানান, মূলত পাসপোর্ট ও ভিসা জটিলতায় এ সংকট তৈরি হয়েছে। তবে এ দায় বিমান মন্ত্রণালয়ের নয়। ধর্ম মন্ত্রণালয় ও হাবের কারণে এ জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

মেনন বলেন, বিমানের ফ্লাইট নিয়ে কোন সমস্যা হচ্ছে না; সমস্যা যাত্রীদের ভিসা ও পাসপোর্টের। এদিকে হজ যাত্রী না পাওয়ায় আজও চারটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সবমিলিয়ে আজ পর্যন্ত বিমানের ১০টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

/আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply