বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের পরই দলটির কোচ পাওলো বেনতো জানিয়েছেন, তিনি আর দায়িত্বে থাকছেন না।
৫৩ বছর বয়সী পর্তুগিজ এই কোচ পদত্যাগের বিষয়ে বলেন, আমার এখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কোরিয়া দলের কোচ হিসেবে আর থাকছি না। আমি বিরতি নেবো।
তিনি আরও বলেন, বিশ্বকাপ থেকে বিদায়ের কারণে নয়, সিদ্ধান্তটা সেপ্টেম্বরে নিয়ে রেখেছিলাম। আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। আজ নিশ্চিত করলাম। আমি দলকে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের ম্যানেজার হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত।
/এনএএস
Leave a reply