সরকার বিরোধী আন্দোলনের দায়ে প্রথমবার এক ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করলো, দেশটির বিচার বিভাগ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ফাঁসিতে ঝোলানো হয় মোহসেন শেকারিকে। খবর রয়টার্সের।
ঈশ্বরের বিরুদ্ধের শত্রুতা’র অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। রেভ্যুলশনারি কোর্টের বক্তব্য, ২৫ সেপ্টেম্বর তেহরানের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেছিলো সে। অংশ নেয় দাঙ্গা-সহিংসতায়। এমনকি আধা-সামরিক বাহিনী ‘বাসজি’র সদস্যদের ওপরও ছুরি নিয়ে চালায় হামলা।
মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান হিউম্যান রাইটস। জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই শাস্তি দেয়া হয়েছে। পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনে ১১ জনকে মৃত্যুদণ্ড দিলো ইরানের বিচার বিভাগ। সেপ্টেম্বরে মাহশা আমিনির মৃত্যুর পর ছড়ায় আন্দোলন। যাতে প্রাণ হারান ৪৭৫ জন। গ্রেফতার হয় ১৮ হাজারের বেশি।
এটিএম/
Leave a reply