দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে ঢাকায় নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ছাড়াও সুইডেন, জাপান, ইতালি ও মিশরের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হকও বৈঠকে উপস্থিত ছিলেন।
নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের কাছে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কেও বিভিন্ন তথ্য তুলে ধরেন।
বৈঠকে, রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন ।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply