পটুয়াখালী‌তে ৮শ’ বোতল ফে‌নসিডিলসহ দুইজন আটক

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

পটুয়াখালী সদর থানা পু‌লিশ আজ ভো‌রে সদর উপ‌জেলার হা‌জিখালী বাজার সংলগ্ন এলাকায় ঢাকা মে‌ট্রো ঠ ১১-৭২৭৮নম্ব‌রের এক‌টি ভিআই‌পি পিকআপ থে‌কে ৮শ’ বোতল নি‌ষিদ্ধ ভারতীয় ফে‌নসিডিলসহ দুইজন‌কে আটক ক‌রে‌ছে।

আটককৃতরা হ‌লো কালাম ও মামুন। তা‌দের গ্রা‌মের বাড়ী ওই এলাকায়। এসময় তা‌দের সা‌থে থাকা এক‌টি মোটরসাই‌কেল উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে এই ফে‌নসিডিল উদ্ধার করা হ‌য়ে‌ছে। এর পিছ‌নে মূল হোতা‌দের আট‌কের চেষ্টা চল‌ছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘ‌দিন ধ‌রে হা‌জিখালী বাজার সংলগ্ন এলাকা মাদ‌কের নিরাপদ রুট হিসা‌বে ব্যবহৃত ক‌রে আস‌ছে । প্রসঙ্গত, সম্প্র‌তি লেবুখালী ফে‌রিঘাট সংণগ্ন পাগলার মোড় এলাকা থে‌কে র‍্যাব ৮ সদস্যরা অ‌ভিযান চা‌লি‌য়ে ৭শ’ বোতল ফে‌নসিডিলসহ রা‌সেল না‌মের এক মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply