রাশিয়ার মস্কোয় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি মেগা শপিং কমপ্লেক্স। শুক্রবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে আগুন ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যতম বৃহত্তম শপিং মলটিতে। খবর রয়টার্সের।
এ ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। রাশিয়ার জরুরি বিভাগ জানায়, বিশাল ভবনের ১৮ হাজার বর্গমিটার এলাকায় ছড়ায় আগুন। বিস্ফোরণও হয় কয়েকটি দোকানে। ধসে পড়ে ভবনের একাংশ। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছে ফায়ার সার্ভিস।
প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে আগুনের সূত্রপাত। এটি নাশকতা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ডে ৩২০ থেকে ৪৮০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠানের আউটলেট ছিল রাশিয়ার বিখ্যাত শপিং মলটিতে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ব্যবসা গুটিয়ে চলে যায় অনেক কোম্পানি।
এটিএম/
Leave a reply