ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আঙুলের চোটে ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছিলেন। তাতেই ঈশান কিশানের বাজিমাত। বাংলাদেশের বিরুদ্ধে তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। ১২৬ বলে তার গড়া এই কীর্তি ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি।
এর আগে অনন্য এই রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা।
১৩১ বলে ২১০ রান করে থামেন ঈশান কিশান। তাসকিনের বলে লিটনের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
টস হেরে ব্যাট করতে নামা ভারত এ প্রতিবেদন লেখার সময় পাহাড়সম রানের দিকে ছুঁটছে। ৩৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা তুলেছে ৩৩৭ রান। ক্রিজে থাকাও বিরাট কোহলিও শতক হাকিয়েছেন।
দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত। এরপর অবশ্য বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রীতিমত লিটন দাসের দলকে চাপে রাখে কোহলি ও ঈশান কিশান।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
/এমএন
Leave a reply