জাপানে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে দুশো’র কোঠায়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, এখনও নিখোঁজ অন্তত ৬০ জন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে চাপা পড়া ঘর-বাড়ি উদ্ধারে এখনও অভিযান চলছে। এছাড়া, প্রতি ঘরে-ঘরে দুর্ঘটনায় নিহত বা জীবিত’র সন্ধান চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ব্যবস্থাও।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলার জন্য স্থানীয় প্রশাসনকে ২ কোটি ডলার অর্থ-বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। এছাড়া, দুর্গতদের আশ্রয়ের জন্য নির্মাণ করা হয়েছে ৭১ হাজারের বেশি অস্থায়ী ঘরবাড়ি।
যমুনা অনলাইন: এআর
Leave a reply