শপথ নিলেন পেরুর নতুন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে

|

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই লাতিন দেশ পেরুতে দায়িত্ব নিলো নতুন মন্ত্রিসভা। শনিবার শপথ নেন নতুন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। খবর রয়টার্সের।

প্রেসিডেন্টের নেতৃত্বে দায়িত্ব নেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। দেশটির রীতি অনুযায়ী হয় আনুষ্ঠানিকতা। দিনা বোলুয়ার্তের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ১৭ রাজনীতিবিদ। এদিকে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর সমর্থকরা। নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে দেশজুড়ে। শনিবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। রাজধানীসহ মিছিল হয় বিভিন্ন শহরে। পুলিশের বাধার জেরে সংঘর্ষও হয় অনেক স্থানে।

গেলো বুধবার কংগ্রেসে অভিশংসনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেয়া হয় পেদ্রো কাস্তিলোকে। আটকও করা হয় তাকে। প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বোলুয়ার্তে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply