চরম বৈরি আবহাওয়ার কবলে যুক্তরাজ্য, সতর্কতা জারি

|

ভারী তুষারপাতে বন্ধ বিমান চলাচল। ছবি: সংগৃহীত।

ভারী তুষারপাত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য। এরই মধ্যে, লন্ডন-স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। স্টানস্টেড এয়ারপোর্টের সব বিমান ফ্লাইটের চলাচল স্থগিত করা হয়েছে। খবর বিবিসির।

রোববার (১১ ডিসেম্বর) যুক্তরাজ্যে বৈরি আবহাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মূলত, প্রচণ্ড তুষারঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশ কয়েকটি অঞ্চল। ভারী তুষারপাতের কারণে রানওয়ে পিচ্ছিল হয়ে পড়ায় ৫০টি ফ্লাইট বাতিল করেছে হিথ্রো বিমানবন্দর। ফ্লাইট শিডিউল পিছিয়ে দিয়েছে গ্যাটউইক এয়ারপোর্টও। এছাড়া ২৮টি বিমানকে গতিপথ পাল্টানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তুষার অপসারণের পরই স্বাভাবিক হতে পারে চলাচল এমনটাই জানানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনা এড়াতে পেছানো হয়েছে ট্রেনের শিডিউলও। কিছু রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এরই মধ্যে সড়কপথেও বেশকিছু গাড়ি দুর্ঘটনা ঘটেছে। তবে, এখনো কোনো প্রাণহানির তথ্য মেলেনি। বলা হচ্ছে, আগামী সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে এই বৈরী আবহাওয়া।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply