পুতিনের সাথে ফোনালাপ করলেন এরদোগান

|

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার (১১ ডিসেম্বর) আলোচনায় মূল বিষয় ছিল তুরস্ক-সিরিয়া সীমান্ত ইস্যু।

রাশিয়ার সাথে ২০১৯ সালের চুক্তি অনুযায়ী সিরিয়ার উত্তরাঞ্চলে বাফার জোন প্রতিষ্ঠায় জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। ৩০ কিলোমিটার দীর্ঘ নিরাপদ করিডোর প্রতিষ্ঠার কথা বলা হয় ওয়াইপিজে অধ্যুষিত অঞ্চলে। যা নিয়ন্ত্রণ করবে সিরিয়ার আর্মি ও রুশ বাহিনী।

এক বিবৃতিতে এরদোগানের কার্যালয় জানায়, কৃষ্ণ সাগর দিয়ে শস্যসহ অন্যান্য খাদ্যপণ্য ও গ্যাস সরবরাহ নিয়েও কথা হয় পুতিন-এরদোগানের। রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রফতানিতে তুরস্ককে একটি কেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। ফোনালাপে রুশ-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তির প্রত্যাশা জানান এরদোগান।

এমন এক সময় দুই নেতার কথা হলো যার কয়েক সপ্তাহ আগে ইস্তাম্বুলে এক হামলা হয়। যার জন্য কুর্দি বাহিনীকে দায়ী করে আঙ্কারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply