দায়িত্ব পালনকালে ভুলত্রুটি হলে তার জন্য দুঃখ প্রকাশ বিদায়ী মন্ত্রিপরিষদ সচিবের

|

দায়িত্ব পালনকালে ভুলত্রুটি হলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিদায়ী সচিব বলেন, সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত যেকোনো প্রতিষ্ঠানের আর্থিক আয়-ব্যয় অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ সময় সরকারি চাকরি সংশোধনী আইন ২০২২ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আইনটির সংশোধনের ফলে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের আয় ব্যয়ের হিসেব অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নিবে। বলেন, গ্যাস ও তেলের পাইপলাইন নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply