জামায়াত আমিরের সাথে নতুন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেছে: সিটিটিসি

|

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাথে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। পুলিশের এই ইউনিটটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সিটিটিসি সূত্র জানায়, শফিকুর রহমানকে রাজধানীর যাত্রাবাড়ির থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে এই মামলায় তার ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়। রাফাত নতুন জঙ্গি সংগঠনটির নেতা বলে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে জানানো হয়।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে জামায়াত আমিরকে আটক করে সিটিটিসি।

বছর তিনেক আগে শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন। এরপর ২০২৩-২৫ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়ন।
এদিকে, তাকে আটকের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এক সময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

প্রসঙ্গত, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গত ৯ নভেম্বর সিলেট থেকে শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে সিটিটিসি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply