আর্জেন্টিনা একাদশে পরিবর্তনের আভাস!

|

ছবি: সংগৃহীত

প্রথম সেমিফাইনালের মহারণে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফেভারিট আর্জেন্টিনা। ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে মেসিদের দরকার দুইটি ম্যাচ জয়। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনি। ইনজুরি থেকে ফিরছেন তারকা উইঙ্গার আনহেল ডি মারিয়া এবং কার্ড জনিত সমস্যা থাকায় লেফট ব্যাক আকুনার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ মিলবে নিকোলাস ট্যাগলিয়েফিকোর।

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

ইনজুরির কারণে রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি ডি মারিয়া। কোয়ার্টার ফাইনালে ডি মারিয়া মাঠে নেমেছিলেন সেটিও অতিরিক্ত সময়ে। তবে, ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন ডি মারিয়া। এছাড়াও সেমিফাইনালের আগে দুটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচ মিস করবেন আর্জেন্টিনার দুই ডিফেন্ডার গঞ্জালো মনটিয়েল ও মার্কোস আকুনা।

মূলত গঞ্জালো মনটিয়েল শুরুর একাদশে সুযোগ পায়নি বিগত ম্যাচগুলোতে। শুরুর একাদশে অটো চয়েজ ছিল লেফট ব্যাক মার্কোস আকুনা, তার পরিবর্তে একাদশে সুযোগ মিলবে নিকোলাস ট্যাগলিফিয়েকোর।

৪-৩-৩ ফর্মেশনে শুরুর একাদশ সাজানোর ছক কষছেন আলবিসেলেস্তে কোচ স্কালানি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply