নিখোঁজের দু’দিন পর জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মেয়র রুকুনুজ্জামানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
বিকেলে প্রেস বিফ্রিংয়ে মৌলভীবাজার পুলিশ সুপার জানান, বেলা দেড়টার দিকে শ্রীমঙ্গলের একটি চা-বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন পরিষদের সামনে অসুস্থ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন নিরাপত্তাকর্মী। বিষয়টি জানানো হয় থানায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। জানা যায় এই ব্যক্তিই নিখোঁজ পৌর মেয়র রুকুনুজ্জামানের পরিচয়। তাকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে, রুকুনুজ্জামানকে কারা তুলে নিয়েছিল তা জানা যায়নি। গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন রুকুনুজ্জামান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাঁর সঙ্গে থাকা মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মেয়র রুকুন’ নামের আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। যাতে লেখা হয়েছিল, ‘…নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, যে আমাকে হত্যা করা হলেও তোমাদের ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।’
যমুনা অনলাইন: এমএম/টিএফ
Leave a reply