পূজারা-আইয়ারের ব্যাটে ভারতের প্রতিরোধ

|

দ্বিতীয় সেশনে মাত্র একটি উইকেট পেয়েছে বাংলাদেশ। রিশাভ পান্তকে লাঞ্চের কিছুক্ষণ পর ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ার। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯.৪ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১৮ রান।

ভারতের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো টস হেরে সকালটা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম সেশনটি বাংলাদেশের হলে দ্বিতীয় সেশনটি মোটামুটি ভারতের। বোলারদের দাপটে প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছিল সফরকারীরা। দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ১ উইকেট হারালেও যোগ করেছে আরও ৮৯ রান। সবমিলিয়ে দ্বিতীয় সেশন শেষে ৫৬ ওভারে ভারত সংগ্রহ করে ৪ উইকেটে ১৭৪ রান। পঞ্চম উইকেটে চেতেশ্বর পূজারার ৬৭ ও শ্রেয়াস আইয়ারের ৫৪ অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটিতে বড় সংগ্রহের পথে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

এর আগে ইনিংসের ১৪তম ওভারে দলীয় ৪১ রানের মাথায় ওপেনার শুভমন গিলকে ফেরান তাইজুল। পরে ৪৫ রানের মাথায় খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক কেএল রাহুল। তিনি ৫৪ বল মোকাবেলা করে যোগ করেন ২২ রান। পরে ভিরাট কোহলি ফেরেন ৫ বলে ১ রান করে। তাইজুলের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। দ্বিতীয় সেশনের শুরুতেই ৪৫ বলে ৪৬ রান করা রিশভ পান্তকে ফেরান মেহেদী মিরাজ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply