ফ্রান্স-মরক্কো; কী বলছে পরিসংখ্যান

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৪ ডিসেম্বর) মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর মরক্কো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

পরিসংখ্যান বলছে, মরক্কোর থেকে অনেক এগিয়ে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তবে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাসগড়া মরক্কোর এবারের দলটি একটু ভিন্ন। এখন পর্যন্ত এই বিশ্বকাপে তাদের জালে একবার বলও জড়াতে পারেনি প্রতিপক্ষ। একটি গোল হয়েছিল, সেটি আত্মঘাতী।

আন্তর্জাতিক ম্যাচে মরক্কোর বিপক্ষে কখনো হারেনি ফ্রান্স। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৭ সালে। প্যারিসে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিরুদ্ধে খেলেছে। সেখানে তিনটি ম্যাচ জিতেছে ফ্রান্স। দু’টি ম্যাচ ড্র হয়েছে।

১৯৭০ সালে প্রথম বিশ্বকাপে খেলে মরক্কো। এই প্রথমবার আফ্রিকার দল হিসেবে সেমিফাইনাল খেলতে নামবে মরক্কো।

১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। টানা দু’বার বিশ্বকাপ জেতার হাতছানি ফ্রান্সের সামনে রয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply