বুলগেরিয়ায় ন্যাটোর সামরিক মহড়ার আয়োজন

|

বুলগেরিয়ায় সামরিক মহড়া আয়োজন করলো ন্যাটো। নোভো সেলে ঘাঁটিতে ইতালির নেতৃত্বে প্রশিক্ষণে অংশ নেয় জোটভুক্ত আরও ৭টি দেশের সেনারা। খবর রয়টার্সের।

যুদ্ধযান ও অস্ত্র চালনার পাশাপাশি দেয়া হয় প্রতিরক্ষা কৌশলের প্রশিক্ষণ। ইতালি, বুলগেরিয়া ছাড়াও অংশ নেয়

যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রোর সেনারা। বুলগেরিয়াকে সুরক্ষিত রাখা ও ন্যাটোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় শিবির শক্তিশালী করার লক্ষ্যের কথা জানায় ন্যাটো। অঞ্চলটিতে গত অক্টোবরে ন্যাটোর নতুন বহর মোতায়েন হয়। যার কমান্ডের দায়িত্বে রয়েছে ইতালি।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর চারটি অঞ্চলে সেনা সমাবেশ ও অস্ত্রশস্ত্র মোতায়েন করে ন্যাটো। বাকি তিনটি ঘাঁটি হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায়। এর আগে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডে মোতায়েন ছিল ন্যাটোর সামরিক বহর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply