পশ্চিমবঙ্গে বিজেপির ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা, পদদলিত হয়ে নিহত ৩

|

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠান ঘিরে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়। এ ঘটনায় হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয় কমপক্ষে ৩ জনের। আহত আরও ৭ জন।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে হয় এ ঘটনা। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও আসানসোলের বিরোধী দলীয় নেত্রী চৈতালী তিওয়ারি। অনুষ্ঠানে ৫ হাজার কম্বল বিতরণের কথা ছিল। যা নিতে হাজির হয় অসংখ্য মানুষ। কিছুক্ষণ বিতরণের পর চলে যান শুভেন্দু অধিকারী। পাঁচটি স্টল থেকে বাকি কম্বলগুলি বিতরণ করতে থাকে আয়োজকরা।

একপর্যায়ে শুরু হয় প্রচন্ড বিশৃঙ্খলা-হুড়োহুড়ি। পদদলিত হয়ে ঘটে হতাহতের ঘটনা। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অনুষ্ঠানটির কোনো অনুমতি ছিল না বলে দাবি নিরাপত্তা বাহিনীর। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply